মৃত্যু
ফরিদাইসমিন ডলি
মৃত্যু আমার দুয়ারে দাঁড়িয়ে অপেক্ষায়,
মন চাইলে ই কি আর… অন্যায়ের সাথে আপোস মানা মায়।
চাই তো মিথ্যার রাজত্ব করি কায়্যুম,
ছলনার তুল তুলে বিছানায় মহা শান্তি তে ঘোমায়্যুম।।
অনুভূতির সমুদ্র জলে করিতে চাই স্নান
গভীর রাতে অঙ্গে মাখিবার সাধ জাগে হাসনাহেনার ঘ্রাণ। কিন্তু…
মৃত্যু আমার দুয়ারে দাঁড়িয়ে অপেক্ষায়,
মন চাইলে ই কি আর…
অন্যায়ের সাথে আপোস মানা যায়?
লোভ আমারে ডাকে এসো করি লুটপাট,,
হিংসা আমারে জরিয়ে ধরে মিলায় হাতে হাত,
চক্ষু দুখানা নেশার সমুদ্রে দিতে চায় ডোব
অহংকার মাঝে মাঝে গর্জে উঠে খুব।।
কিন্তু…
মৃত্যু আমার দুয়ারে দাঁড়িয়ে অপেক্ষায়,
মন চাইলে ই কি আর… অন্যায়ের সাথে আপোস মানা যায়
গোপনে, আবেগ আমারে কানে কানে বলে…
মন কেবলই উল্টা পথে চলে।
বেইমান আমার রক্তে করে খেলা…
দেহের সিহরণ আমায় জ্বালায় সারা বেলা।।
কিন্তু… মৃত্যু আমার দুয়ারে দাঁড়িয়ে অপেক্ষায়…
মন চাইলে ই কি আর…
অন্যায়ের সাথে আপোস মানা যায়?