মূল্যবৃদ্ধি
মুহাম্মদ মাসুম বিল্লাহ
দাম বেড়েছে ডিজেল তেলের
দাম বেড়েছে ডিমের
দাম বেড়েছে পটল আলুর
দাম বেড়েছে ভিমের।
দাম বেড়েছে জল ও পানির
দাম বেড়েছে দুধের
দাম বেড়েছে মশলাপাতির
দাম বেড়েছে সুদের।
দাম বেড়েছে মাছ-মাংসের
দাম বেড়েছে ঝালের
দাম বেড়েছে পিয়াজ রসুন
দাম বেড়েছে ডালের।
দাম বেড়েছে লবণ চিনির
দাম বেড়েছে শাকের
দাম বেড়েছে আম ও জামের
দাম বেড়েছে আখের।
দাম বেড়েছে বিদ্যুৎ – গ্যাস
দাম বেড়েছে পানির
দাম বেড়েছে সরিষার তেল
দাম বেড়েছে ঘানির।
দাম বেড়েছে সাদা ভাতের
দাম বেড়েছে কলার
দাম বেড়েছে হিসাব ছাড়া
নাইরে কিছু বলার।
দাম বেড়েছে চিংড়ি, ইলিশ
দাম বেড়েছে বেগুন
দাম বেড়েছে গাছ-গাছালির
যায় না পাওয়া সেগুণ।
দাম বেড়েছে ইট ও বালুর
দাম বেড়েছে কাঠের
দাম বেড়েছে কাপড়-চোপর
দাম বেড়েছে পাটের।
দাম বেড়েছে ওষুধপাতির
দাম বেড়েছে আটার
দাম বেড়েছে সফট ড্রিংকসের
দাম বেড়েছে মাঠার।
দাম বেড়েছে বাসের ভাড়া
দাম বেড়েছে ফলের
দাম বেড়েছে চিকিৎসার ফি
সব রকম ঐ জলের।
দাম বেড়েছে যন্ত্রপাতির
দাম বেড়েছে চটের
দাম বেড়েছে কাঁসা-কাঁচের
প্লাস্টিকের পটের।
দাম বেড়েছে বিমান ভাড়া
রিক্সা ভাড়াও ঢের
আর ক’টা দিন সবুর করুন
পেয়ে যাবেন টের!
দাম বেড়েছে শিশু খাদ্যের
দাম বেড়েছে গাছের
দাম বেড়েছে পিজা বার্গার
সকল গুড়া মাছের।
দাম বেড়েছে শুকনো মরিচ
দাম বেড়েছে বাঁশের
দাম বেড়েছে গরুর-খাদ্য
মাঠ ভরা ঐ ঘাসের।
দাম বেড়েছে পাখির ছানার
দাম বেড়েছে খাশির
এসব কথা নয় ছলনা
নয়কো কোন হাসির।
দাম বেড়েছে অর্নামেন্টসের
দাম বেড়েছে রূপার
দাম বাড়িয়ে আঙুল ফুলে
কেউ হয়েছেন সুপার!
দাম বেড়েছে আখের রসের
দাম বেড়েছে জুসের
দাম বেড়েছে খোন্তা, কোদাল
দাম বেড়েছে সুঁচের।
দাম বেড়েছে টিউশন ফি
দাম বেড়েছে বইয়ের
দাম বেড়েছে বাঁশ ও লাঠির
দাম বেড়েছে মই এর।
দাম বেড়েছে জুতা- ফিতার
দাম বেড়েছে মাটির
দাম বেড়েছে হাড়ি পাতিল
এবং শীতল পাটির।
দাম বেড়েছে গ্রীল-নানের
মোরগ- মুরগী হাঁসের
এই কারণে হয় না শেষ
৩০ দিন ঐ মাসের।
দাম বেড়েছে লাউ-কুমরার
দাম বেড়েছে ঠোঁটের
দাম বেড়েছে সব কিছুরই
দাম বাড়েনি ভোটের।
দাম বেড়েছে শিল্পপতির
দাম বেড়েছে মুলার
দাম বেড়েছে কাপড় বোনার
সব ধরনের তুলার।
দাম বেড়েছে বুদ্ধিজীবীর
দাম বেড়েছে ঢেঁকির
দাম কমেছে আসল যত
দাম বেড়েছে মেকির!
দাম বেড়েছে মটর পার্সের
দাম বেড়েছে চায়ের
দাম কমেছে মূল জিনিসের
বাবা এবং মায়ের।
দাম বেড়েছে মিথ্যাচারের
সত্য চাপা পরায়
আসল যত গুমরে কাঁদে
মরছে তারা খড়ায়!
রচনাঃ
চলন্ত বাসে
উত্তরা টু পল্টন
২০ আগস্ট ২০২২
২ Comments
সুন্দর লিখেছেন। দুঃখজনক বাস্তবতাকে তুলে ধরেছেন। ভালো লাগল লেখাটি
অসাধারণ,সময় উপযোগী। ধন্যবাদ