৭১ বার পড়া হয়েছে
মুক্ত আকাশ
সেলিনা পারভীন
ডানা মেলে উড়বো দুজন,
মুক্ত আকাশ মুক্ত বিহন।
দূর অজানায় থাকবে মন,
ভাববে তখন মুক্ত মন।
নীল ঘামে চিঠি ভরে,
ছেড়ে দিবে আকাশ পানে।
উড়ে যাবে মন পাবোনে,
নায়ের মাঝি খুলবে চিঠি,
লিখা আছে ভালোবাসি।
হাসবে তখন চিঠি পড়ে,
নায়ের মাঝি খিল খিলিয়ে।
মুক্ত বাতাসে মন মাতিয়ে,
গাইবে গান তালে তালে।
তাই না দেখে দলে দলে,
নাচবে সবাই বাঁশির সুরে,
মন মাতিয়ে, মন মাতিয়ে।