আমার খতিয়ান
– মাহফুজা ওয়ারেছী ঝর্না
তারিখ: ১৭-০৯-২০২১
রাত গভীর হতে চলেছে-
জীবনের হিসেবের খতিয়ান নিয়ে
বসি একাকী।
কি আছে ও’তে, সবই যে বাকি,
হোক তাহা অনাদায়ী দেনা সঞ্চিতি !!
আমার কথায় নাকি অনেক ঝাঁঝ,
হৃদয়ের গভীরে তাহার রক্তক্ষরণ
কথার বিষে বিষময় অন্তর
সকল দুপুর দিনানন্তর!
‘বিষকন্যা’ বিশেষনে বিশেষিত আমি আজ…!!
দিয়েছিলেম তাহার সত্যের দুয়ারে একটুখানি টোকা
আমাকে তাই শুনিয়ে দিলে এমনি অন্তর দহন খোটা।
বেশ বেশ বেশ!
তোমায় শুভেচ্ছা অশেষ..!!
একটা হিসাব অনেক পুরোনো!
নীল আকাশের মত রৌদ্রুজ্জল আর ঝলমলে,
বিবিধ পাওনাদারের হিসেব!
তাহার কাছে আমার চিরকালের ঋণ
আমি সত্যিই ঋণখেলাপির দায়ে অভিযুক্ত,
চাই নে হতে তাহার দায় হতে অবমুক্ত।
আমি নাকি খুব মিষ্টি করে কথা বলি
কথার যাদুতে ভুবন ভোলাতে পারি
বিশেষিত হলেম তাহার কাছে ‘কথামালা’ রূপে..!!
কখনো কখনো আমায় ডাকে ‘মেমসাহেব’ বলে।
এই সকল হিসেব গুলো দিনের পর দিন এমনি পরে থাকে
বছরে কোন এক সময়ে একটু আধটু লেন দেন ঘটে,
স্পষ্ট হিসেব কাটাকাটি ঘষামাজা বিহীন,
কখনো তা হবে না বিলিন,
শিরোনাম বিহীন মনুষ্যত্ব বোধ,
স্নেহ ভালবাসা আর শ্রদ্ধার সে হিসেব।
আমি নাকি ‘সুহাসিনী’
ছুটে চলা নির্ঝরিনী-
ছল ছল কল কল কলতানে,
শুনিয়া আমি পুলকিত হই, উচ্ছসিত হই,
শিতল হাওয়া বয় অবিরত
আমার এই প্রাণে..!
মিষ্টি সে হাসি!
এইটা কোন হিসেব?
যাহারা বলে তাদের সবটুকু সুন্দর হৃদয় হোক
আমার সম্পদ।
দেনাদার খাতায় থাকুক ওরা বছরের পর বছর।
আরও কিছু হিসেব থাকে,
বড় গোলমেলে,
মিলাতে মিলাতে জীবন যায় জলে,
তবু নাহি তাহা মেলে!
ভুল হিসেব, বড় গোলমেলে,
জাবেদায় সংশোধিত হয়,
বিদঘুটে সে হিসেব..!!
১ Comment
কৃতজ্ঞতা অহর্নিশ…