গত ২৬ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দে মাসিক “সাহিত্য স্পন্দন” পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, কবিতা উৎসব এবং উক্ত পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. হাসিনা ইসলাম সীমা’র জন্মদিন উপলক্ষ্যে মাসিক সাহিত্য স্পন্দনের নিজস্ব কার্যালয় গুলশান তাহের টাওয়ারে এক নান্দনিক হৃদয়গ্রাহী অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্য স্পন্দন পরিবার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সম্মানিত সভাপতি বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন। কথাসাহিত্যিক সেলিনা হোসেন তার ঋদ্ধ বক্তব্যে বর্তমান সময়ের সাহিত্যিকদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনা আলোকপাত করেন তন্মধ্যে উল্লেখযোগ্য নির্দেশনা হলো ‘৪৭ সময়কাল থেকে শুরু করে বর্তমান অবধি বাংলা সাহিত্যে রচিত গ্রন্থগুলো অনূদিত করে সারা বিশ্বে বাংলা ভাষা ও সাহিত্যের পরিচয় ও পরিসর ঘটানো। কিংবদন্তি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এঁর বক্তব্য শুনে উপস্থিত সাহিত্যপ্রেমীগণ নন্দিত ও সমৃদ্ধ হন।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ট প্রকৌশলী, প্রফেসর ড. আবু রায়হান, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী অসীম কুমার জোয়ারদার। গান, কবিতা আবৃত্তি ও শৈল্পিক আলোচনায় অনুষ্ঠানটি কানায়-কানায় পরিপূর্ণতা লাভ করে। তানিয়া খান, মেহেদি, ডিজে মলি, জেসমিন জাহান জুঁই, ম্যাগনাসের গান ও কবি আবু জাহিদ সাদিক, কবি মোহাম্মদ আসাউল্লাহ, কবি ফাইজুল আবেদীন, কবি মাসুম বিল্লাহ, কবি মেঘলা জান্নাতের কবিতা আবৃত্তিতে অনুষ্ঠানটি সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে। অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক হিসেবে ইংল্যান্ড প্রবাসী সাহিত্যপ্রেমী দম্পতি মাসিক “সাহিত্য স্পন্দন” পত্রিকার সহ ব্যবস্থাপনা সম্পাদক জাকির হোসেন ও সহ মহিলা বিষয়ক সম্পাদক কবি শামীমা আক্তার এবং ব্যবস্থাপনা সম্পাদক মিসেস আকলিমা রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসিনা ইসলাম সীমা’র আন্তরিকতা, নিষ্ঠা ও প্রচেষ্টার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেমের কবি বিশিষ্ট প্রকৌশলী আনোয়ার হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ শাহানুর ইসলাম।
ছবি: অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত।