1) ধ্বংসের ধুমকেতু
শেখ মোজাফ্ফার আলী
ভয়াল বিভীষিকা
দূর্জয় বিভীষণে
কান্না বিজড়িত
ধ্বংস স্তুপঃ
নমুনা অনামিকা
সভ্য বিকীরনে
ধৈর্য বিতাড়িত
ধ্বংস কূপঃ
ধ্বংসের ধুমকেতু
বিদীর্ণের প্রহরে
সহিষ্ণু যাতনা
উদ্ভব রূপে।
ছুঁয়ে হৃদয়ে সেতু
গোধূলির বহরে
খুঁজে সান্ত্বনা
দূরে দ্বীপে।
বীরত্বের শ্রেষ্ঠত্বে
শতপথে শপথ
শীর্ষে উদ্ভবে
স্পর্শ স্পষ্টে।
কষ্টার্জিত বীরত্বে
আতঙ্কিত বিপথ
সদম্ভ সদ্ভাবে
বীণে কষ্টে।
ধুলিস্যাৎ মহত্ত্বে
অধোগামী পথ
ধূসর ধবধবে
যন্ত্রণা স্পষ্টে।
বালুকণার তত্ত্বে
অন্তহীনের রথ
সৌম্য পার্থিবে
স্বপ্নীল দৃষ্টে।
সংশয় ঋণাত্নক
রূপকথা তন্ত্রে
জ্ঞানী কুর্নিশে
লিপ্ত কথা।
স্নাধীন ধনাত্মক
উদ্বুদ্ধের মন্ত্রে
গন্ধ কার্নিশে
যৌথ যেথা।
2) কাঁদছে প্রতিধ্বনি
শেখ মোজাফ্ফার আলী
কষ্টের উৎপীড়নে
নীলাভ যাতনা
বিদীর্ণ প্রহরে জলোচ্ছ্বাস
খুঁজে আশ্রয় স্হল।
বাঁচা মরা বিহনে
খুঁজে সান্ত্বনা
সহোযোগিতায় বিশ্বাস
অজনা সব মন্ডল।
স্রোতে ভাসা প্রাণী
হামাগুড়ি কান্না
পশুপাখি শিশু ভাসমান
ম-ম শাশ্বত মনুষ্যত্ব।
কাঁদছে প্রতিধ্বনি
গর্জন -এ বন্যা
চাই খাদ্য বস্ত্রে আগমন
শ্রেষ্ঠত্বে শত বীরত্ব।
মানুষ ও পশুপাখি
বাঁচতে আশ্রয়
এক মুঠো সাহায্য করি
নিয়তির শত মানব।
ছলছল দুটি আঁখি
সাহায্য দয়াময়
পীড়িত মা-বাবা স্মরি
হে জলস্রোত দানব।