৫৯ বার পড়া হয়েছে
মানুষেরা চলছে
অথই নূরুল আমিন
মানুষেরা চলছে তো চলছে
হাটছে দুরন্ত লম্বা দিগন্তে যে
যেখানে যা বলার তাই বলছে
জীবন ভর হাটছে আর ভাবছে।
জলে স্থলে বন্দরে করছে আহরণ
দেশে – বিদেশে আকাশেও ভ্রমন
চিন্তায় চিন্তিত কখন জানি হয় মরণ
তবু যুবকের রক্তে থাকে শিহরণ।
মানুষেরা দিব্বি হাটছে তো হাটছেই
যেন বিশাল প্রতিযোগিতা সবাই ভাবছেই
কার আগে কে যাবে, অর্থ আয় লাগবেই
জীবিকার তাগিদে সবাই শুধু হাটছেই।
বাবু শিশু যুবক বৃদ্ধ, কারো নেই বিরাম
অর্থের জন্য মানুষেরা নিচ্ছে না আর বিশ্রাম
জিততে হবে এই ভেবে, করছে না আরাম
দোহাই লাগে, দেরি হোক, খেয়ো না হারাম।