৩৪৯ বার পড়া হয়েছে
মানুষ
তসলিমা হাসান
আবার জন্ম নিলে পাখি হয়েই জন্ম নিব
তারা একসাথে দল বেঁধে উন্মুক্ত আকাশে উড়ে
নেই কোনো সীমানা- বাঁধা নিষেধ,
তাদের ভিতর না আছে কোনো হিংসা- অহংকার বিদ্বেষ।
মানুষ থাকে শুধু পরচর্চা আর পরনিন্দাই ব্যস্ত,
কে কত বড় সেটা বুঝাতেই চলে তর্ক অবিরত-
এসব দেখে আমার মনটা হয় ব্যথিত।
সৃষ্টির সেরা হওয়ার বড় অহংকার
নিজেকে বড়ো ভেবে ভুলে যায় নম্রতা,
অন্যকে ছোটো করে পায় যেন মজা।
খ্যাতির বিড়ম্বনায় হারায় হিতাহিত জ্ঞান-
ছোটো বড় ভুলে গিয়ে করি অপমান।
সমাজের মানুষের এমন চরিত্র-
দেখে মনে হয় মানুষ হয়ে জন্ম নেওয়াটাই
ছিল আমার বড়ই পাপ।
তসলিমা হাসান
কানাডা, ২৫-০৭-২০২৩