মানবতার ক্ষয়
বিবি ফাতেমা
মানবতার নামে একি ভালোবাসা
হৃদয়ে পুষে রাখে প্রতিদ্বন্দিতা,
স্বার্থ সুখে পদবীর বেড়াজালে
হারিয়ে যায় সম্প্রীতি একাত্মতা।
দেখছি যত শিখছি তত
বড় মাপের মানুষের নীতি,
তার চেয়ে ভালো নবপ্রজন্ম
ভালোবাসার বন্ধনে থাকে না কমতি।
অর্থ নাই তবুও মন বিশালতা
এই হল মনুষত্ব্যের মানবতা,
যার আছে সামর্থ্য সে হৃদয়হীন
পারলেও তারা করে না সহযোগিতা।
স্রষ্টার পরে সৃষ্টির সেবা
এ যেন বিধির বিধান,
ক’ জন পারে করতে মানবসেবা
সুযোগে মিলে না ব্যস্তজীবন।
তরুন তরুনীর উচ্ছ্বসিত মন
জাগ্রত মানবতায় রাখে ভালোবাসা,
সমাজ, রাষ্ট্র মানবিক সেবায়
সুন্দর জীবন গড়বে এটাই প্রত্যাশা।
অসহায় দুঃস্থদের পাশে দাঁড়ানো
এ যেন নিঃস্বার্থ মানবিকতা,
হালাল রুজি সৎপথে করে দান
মুমিন মানুষের দারুণ উদারতা।
একে অপরের সহযোগিতার মাঝে
মানুষ-ই পারে ভাল কাজে,
শত বিপদ, দারিদ্র্যতা বিমোচনে
সৃষ্টির সেবায় নক্ষত্র থাকতে।
আত্মতুষ্টির মানবিক প্রাণ নিবেদনে
তরুণ তরুণী রয়েছে এগিয়ে,
এতিম, দুঃস্থদের সেবায় তারা
থাকেনা কোনো ভাবে পিছিয়ে।
সেবা নই শুধু রক্তদানে সেরা
নিবেদিত প্রাণে রাখে না সংশয়,
নিঃস্বার্থ ভালোবাসায় রাখে শুদ্ধতা
দমিয়ে রাখে না কোনো ভয়।
স্বার্থক হোক মানবিক জীবন
সকলের হৃদয়ে থাকুক ভালোবাসা,
আত্মার বন্ধনে আবদ্ধ হোক মানবতা
নবপ্রান খুঁজে পাক আলোর আশা।