১৯১ বার পড়া হয়েছে
মাটির দেহ
আব্দুল অদুদ চৌধুরী, সৌদি আরব মক্কাহ
পুষলাম যারে খুব যতনে
মনের পিঞ্জিরায়,
বাঁধলাম যারে মনের ডোরে
সে ভুলিল আমায়।
সাধের পঙ্খি উড়াল দেবে
সময় যখন হবে,
অতি মায়ার দেহ খানি
শূন্য পড়ে রবে।
দেহ খাঁচার মালিক মোদের
পরম বিধাতা,
তার হুকুমেই দেহ গাড়ি
শূন্যে চলে সদা।
আদর করে পুষি যারে
আপন নয়’কো সে,
তোমায় একদিন ফাঁকি দেবে
রাখো যত ভালবেসে।
কোন দেশে যায় রে পাখি
ফিরে না’তো আর,
মাটির দেহ মাটি হবে
যত কর অহংকার।