মহিমান্বিত ব্যক্তি
রাবেয়া আহমেদ চামেলী
তোমরা কি জানো, আমরা কার জন্য মাথা উঁচু করে
বিশ্বের দরবারে দাঁড়িয়ে আছি ।
সেই মহান ব্যক্তি হচ্ছে প্রিয় জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবূর রহমান।
তাই তো তার নাম আমাদের মাঝে আছে বহমান।
তিনি সেই ব্যক্তি সবার কাছে যিনি খ্যতিমান।
তার কর্মের মাধ্যমে জনগণের মাঝে তার
অক্লান্ত কীর্তি ছড়িয়ে আছে।
তাতে নেই কোন মোদের সন্ধিহান।
অনেকের রক্তের বিনিময়ে অর্জিত
আমাদের মিষ্টি মধুর বাংলা ভাষা।
রেখে গেছে তাদের অনেক আত্মত্যাগের অবদান
তাইতো তাদের প্রতি নেই কোন অভিমান।
মুজিব তুমি হচ্ছো প্রেরণা ,তুমি হচ্ছো চেতনা
তুমি আমাদের প্রতি কখনো প্রকাশ করনি নিরাশা।
তুমি ছিলে আমাদের চলার পথে পথনির্দেশিকা
দেশের মানুষের এগিয়ে যাবার এক বিশ্বাস।
তোমার প্রতি থাকবে সদা জাগ্রত আশ্বাস
তোমার মাঝে প্রকাশ করতে হবে মনের
ভালবাসার বহিঃপ্রকাশ।
স্বাধীনতা রক্ষার্থে তোমার যে ভূমিকা,
তুমি ছিলে আমাদের সকলের মহানায়ক।
তোমার প্রতি চিরকাল অটুট থাকবে আমাদের প্রাণ।
বিশ্বের দরবারে রাখবো তোমার মান।
তুমিই সেই ব্যক্তি সবার কাছে মহিমান্বিত।
from Canada