কপটাচারী
খায়রুল ইসলাম মামুন
ক্ষুধার তাড়নায় শিকার ধরে
যদি না জোটে পেটের জ্বালায় মরে
তুমি তাকে হিংস্র বলে দাও অপবাদ।
তুমি যে লোভে কত প্রাণ হরো
ঠান্ডা মাথায় শত খুন করো
তবু ‘সৃষ্টির সেরা’ তোমার খেতাব।।
কেউ যদি করে চুরি রুটি দু’খান
কাটো হাত তুমি তার,ধরাও দু’কান
চোর বলে তারে ডাকো আজীবন।
তুমি যে পুকুর করো চুরি
করো কাঙ্গালের ধন ছিনতাই ভুরিভুরি
নিজেরে তবু সজোরে বলো সাধু সজ্জন।।
কেউ যদি বলে মিথ্যে, জাররা করে ভুল
তুমি তারে কত কি যে বলো, ফোটাও বিষের হুল
সাক্ষী তার চোখের জল, কালের ইতিহাস।
মিথ্যে যে তোমার চিত্তে ভরা, ভুল পদে পদে
তোমার পাপ হবে নাকো সাফ শত গঙ্গা নদে
সাদা পালকে হয় না শকুন শান্তির রাজহাঁস।