এই জনমে হলো না আর
মরিয়ম লিপি।
২/৯/২০২১।
কোন দিন আর হয়ত হবে না দেখা,
শুধু অপেক্ষায় অপেক্ষায় কাটিয়ে দিব
জীবনের বাকী দিনগুলি,
শুধু তুমিহীন শূন্যতায়!
কি যন্ত্রণা সে কথা শুধু এই অসহায়
হৃদয়ই জানে!
বার বার নতজানু হয়েছে
অতৃপ্ত ভালোবাসা।
ফিরে আসবে না তুমি টিপ -টিপ বৃষ্টিতে
হুড তুলে রিক্সায় অলিগলি ঘুরাঘুরি করতে!
হবেনা মিষ্টি বাতাসে আমার চুল তোমার বুকে রেখে নৌকা ভ্রমণ!
গানের সূরে তোমার চমকিত হওয়া আর হবেনা!
হবে না সেই অনাবিল সুখে একে অপরকে নিবিড় করে পাওয়া!
হবে না চেনা পথে ঘন্টার পর ঘন্টা এলোমেলো কথা বলা!
আর কোন দিন তুমি অপেক্ষা করবে না,
সিএনজি নিয়ে মোহিত সুখের আশায় তাকিয়ে থাকবে,
আমার ফেরার!
এভাবে হবে না, হবে না, হবে না,
কয়েক টা হবে না গুলো অতৃপ্ত রেখে
চলে যাব সুদিনের হাতছানি দিয়ে
অজানার শূন্যতায় নিজেকে ভাসিয়ে!