ভাসবে ন্যায়ের বাতাসে
মোঃ জামিল আহমেদ
(৪/১০/২০২৪ ইংরেজি )
(উৎসর্গ ফুলবাগ অনূআ দরবার শরীফ)
আগুনে পোড়া পৃথিবী, মানুষ অসভ্য হয়েছে,
নেত্রের জলে ভেসে গেছে মানবতার আশ্রয় টুকু।
শুদ্ধ মনুষ্যত্ব আজ আগুনে পুড়ে কয়লায় কালো
চেতনার আলো নিভে গেছে, অধিকার গেছে ভুলে।
আগুন তো ছিল তাপের উষ্ণতায় সুখের স্রোত,
কিন্তু আজ যেন তার দহন, মনুষ্য হৃদয়ে ক্ষোভ।
কোথায় সেই সভ্যতা, কোথায় সেই প্রেমের বানী?
আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে মানবগান।
কেউ চায় রাজত্ব, কেউ চায় ক্ষমতার খেলা,
মানবতার ঢেউ যেন আজ মাটির নিচে ঢাকা।
অসভ্যতায় মানুষ পোড়া , আগুনে হেরে জীবন,
শুধু অন্ধকারে যেন জ্বলছে ঘৃণার অনলবিন্দু।
তবুও আশায় বুক বাঁধি, সভ্যতা ফিরে আসবে,
মানুষের হৃদয়ে আবারও প্রেমের শিখা জ্বলবে।
আগুনই হবে আলো, হবে সভ্যতার প্রতীক,
মানুষ আবার হবে মানুষ, ভাসবে ন্যায়ের বাতাসে।
লেখক: ফুলবাগ অনূআ দরবার শরীফের নগণ্য ভক্ত।