২৯৯ বার পড়া হয়েছে
ভালোবাসা
রাবেয়া আহমেদ চামেলী
স্মৃতির মাঝেই আছে ভালোবাসা।
দুঃখ কষ্টের আড়ালে লুকে থাকা নিরাশা।
তাই বলে ভেঙে যায় কি আশা?
আনন্দ, সুখ, দুঃখ, শান্তির নেই দিশা
তুমি কি দেখেছো কখনো আলোর নেশা।
সদানন্দ যাত্রায় সবাই করো মেলামেশা
কত নাম না জানা মানুষের কষ্টের আর্তনাদ।
এক নিমিষেই সব ভেঙে যায় স্বপ্নবাস
তখনই ঘটে কি জীবনের সর্বনাশ।
সব কিছুর নিমিশে পাবে কি স্বর্গবাস।
ও ভাগ্য তো তোমার আমার নেই।
তাই তো মনের অজান্তে মানুষ কে
কষ্ট দেয় কেউ কেউ।
তাই তো শূন্য মনের গভীরে বইছে কষ্টের ঢেউ।
আসলে কিছু মানুষ ভালবাসতেই জানে না।
যদিও মানুষ জাতি ভালবাসার কাঙ্গাল
মনের শুভ্রতার প্রকাশে আসে মঙ্গল।