প্রেমের চিঠি
–পুষ্পিতা চট্টোপাধ্যায় (India)
আমার প্রিয় আকাশটি তুই আজও
আজ তোকে লিখি প্রথম প্রেমের চিঠি
আকাশের ঐ সন্ধ্যাতারার বুকে
তেমনিই তুই হাসছিস মিটিমিটি।
একটা বছর তুই নেই অদ্রীশ
বুকের ভিতর পাথরকুচির কাঁটা
তৃষ্ণাটা তোর গচ্ছিত আছে আজো
দুই ঊরুভেদে মুক্তির কামনাটা।
নদী কুল ভাঙে তেমনি ভাঙলি তুই
একফালি চাঁদ তুই ছুঁয়ে দিলি ঠোঁটে
ডুবছে ডুবছে ঢেউ আলুথালু চুড়ো
নাভির গভীরে পদ্মের কুঁড়ি ফোটে।
ভিড় করে মনে দুঃখ মিছিলগুলো
চুঁয়ে ভেসে যায় অহেতুক উদ্বেগ
পাখি পাখি খেলি পাঠশালাটার ঘরে
দুজনেই সেই ছোটবেলাকার মেঘ।
দ্বিতীয় শ্রেণীর প্রথম বেঞ্চটা আজও
মনো- ঝোঁপঝাড় জঙ্গলে আছে ঢাকা
ঐযে যেখানে কাঁটাতার সরুগলি
মিহি বালি আর চন্দন দিয়ে মাখা।
২১০ বার পড়া হয়েছে
১ Comment
অস্তিত্বের অসঙ্গতি মিলন রেখায় করে পারাপারি
মিলন সুখে কাতর চিত্তখানি বড্ড উত্তাপ ছড়ায় দীর্ঘশ্বাসের ভিটিবাড়ি
তোমাতে সুখের পরশ বুনিয়া ছিলেম কোন এক নির্মল নিস্তব্ধ রজনীর শেষ অগ্রভাগে
প্রথমাংশে কামুক চাহনি শেষাংশে তোমার ফিরে যাওয়া,আমার নিথর দেহে উষ্ণতার অভাব ছড়ায় একা পড়ে থাকা।