১৮৬ বার পড়া হয়েছে
ব্যস্ততা
শাওন খন্দকার
তোমার শহর
ব্যস্ততায় ভরা-
আমার পাড়া নিঝুম,
তোমার কথা
ভেবে ভেবে আহা-
রাত কাটে নির্ঘুম।
তোমার শহরে
লাল-নীল বাতি
ইট-পাথরের প্রাচীর,
আমার গ্রামেতে
জোনাক পোকা
মধুর সুর বাঁশির।
শহরের ব্যস্ততা ফেলে
চলো বাঁধি ঘর,
আমার পাড়ায় এসো
ফেলে ওই শহর।
_________________________________
শাহবাজপুর, কামারখন্দ, সিরাজগঞ্জ