নিজস্ব প্রতিনিধি:
তথ্যমন্ত্রী বললেন পঁচাত্তর একটা রক্তাক্ত অধ্যায়, কমিশন গঠন করলে সব জানা যাবে
– তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ
আজ ৬/৯/২৩ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী অডিটোরিয়ামে বেদনাতুর ১৯৭৫ আগষ্টের শহিদদের আলেখ্য গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, পঁচাত্তর একটা রক্তাক্ত অধ্যায়, কমিশন গঠন করলে সব জানা যাবে। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইমিরিটাস অধ্যাপক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর কমিটির সভাপতি শিল্পী হাসেম খান।
বক্তব্য রাখেন শহিদ আব্দুল নঈম খান রিন্টুর বড় বোন সুলতানা নাদিরা এমপি, শহিদ কর্নেল জামিল উদ্দিনের কন্যা আফরোজা জামিল, বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামাল উদ্দিনের নাট্যবন্ধু বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ, বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ জামাল উদ্দিনের সহপাঠী মেজর জেনারেল (অব.) আলাউদ্দিন এম এ ওয়াদুদ বীর প্রতীক, শহিদ শেখ রাসেলের সহপাঠী অধ্যাপক গীতাঞ্জলি বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা শহিদ সিদ্দিকুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুস্তাফিজুর রহমান, শহিদ সুলতানা কামালের ছোট ভাই গোলাম আহমেদ মৃধা, বীর মুক্তিযোদ্ধা শহিদ আবদুর রব সেরনিয়াবাতের মেজো কন্যা হুরুন্নেসা মঞ্জু, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখা।
অনুষ্ঠানে বেদনাতুর ১৯৭৫ আগষ্টের শহিদদের আলেখ্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সভাপতির বক্তব্যের মাঝে অনুষ্ঠানটি সমাপনী ঘটে।