২৯৫ বার পড়া হয়েছে
বৃষ্টির ফোঁটায় দৃষ্টি নাচে
মোহাম্মদ মিজান উদ্দীন
সুন্দর শ্রাবণে হৃদয়ের তপ্তে,
ঝিরিঝিরি শব্দে বৃষ্টি,
অপলক তাকিয়ে বৃষ্টির গতি,
ছন্দে নাচেরে দৃষ্টি।
মেঘাচ্ছন্ন হাওয়া হৃদয়ে ফুটে,
ভিরভির শব্দ সুর,
শীতল বাতাসে অম্লান স্রোতে,
মন চলছে বহুদূর।
জানালার আড়ালে স্বপ্ন নীড়ে,
কোটি ভাবনা গায়,
আয়রে বৃষ্টি অতি আপন সৃষ্টি,
অনন্য কাননে তাকায়।
টুপটুপ ঝরছে বৃষ্টির ছন্দসুর,
নীরবে চলছে ঢেউ,
কথনে নিজের খেয়ালে রাগ,
অনুরাগ জানে না কেউ।
রুপে রুপানিত্ব প্রকৃতির অনুভব,
টানছে ভীষণ কাছে,
কেমন কিছু জাগিয়ে উঠে অথৈ,
বৃষ্টির ফোঁটায় দৃষ্টি নাচে।