৫৩ বার পড়া হয়েছে
বৃষ্টির দৃষ্টি
নিয়ামাতুল্লাহ
আকাশ পানে তাকিয়ে দেখি
বৃষ্টি আমায় দেখে,
বেলকনিতে দাঁড়িয়ে আছে
ফোনটা হাতে রেখে।
ভাবছি আমি কী দেখে সে
চশমা নাকি চুল,
এমন প্রশ্ন মনের মেলায়
করছে হুলুস্থুল।
প্রশ্ন নিয়েই হাটতে থাকি
কেনাকাটা করে,
পরে বুঝলাম সে দাঁড়িয়ে
অন্য কিছু করে।
সুক্ষভাবে তাকিয়ে দেখি
কথা বলে ফোনে
কারোর সাথে করে ডেটিং
গভীর আলাপনে।