“বিশ্ব প্রাসঙ্গিকতায় নজরুল”
রেশমা বেগম
বহমান সময়ে বিশ্ব প্রাসঙ্গিকতার
আলোচনায় নজরুল তুমি অনিস্বীকার্য,
যা বলেছিলে, লিখেছিলে মানবমোহে
প্রগতির কর্মে-মর্মে সদা অনিবার্য।
কোন্ কালে বাজিয়ে ছিলে বাঁশরী
কল্পিত চিত্রে শৈল্পিক ভাস্কর্য,
আজও মরা-গাঙে বান আসে
গীতমালার দ্রৌপদী অঙ্গে সর্বস্ব।
কোথায় নেই তোমার পদচারণা
বিহ্বলিত অন্তর দিশেহারা প্রতিক্ষণে,
সাম্যের গান গাহিয়া– মানবতায়
গগনমুখী অবিস্মরণীয় বাণীতে জীবনপনে।
জাত পাতের নেই ভেদাভেদ
ধর্মের-কর্মের— মনুষ্য সবার ঊর্ধ্বে–
তোমার অমর দর্শন সর্বকালের
সকল সভ্যতার মূল তথ্যে।
কবিবরের সৃষ্টির অস্তিত্ব উদ্ভাসিত
বিশ্ব প্রাসঙ্গিকতায় স্মরণীয় বরণীয়,
ক্রান্তিলগ্নে ধরায় তোমার আবির্ভাব–
উল্কাপিণ্ড, নক্ষত্রের আলোক বিচ্ছুরণীয়।
ভৌগলিক সীমারেখায়,প্রেক্ষিতে নয়
সার্বজনীনতায়, সর্বগ্রাহ্যতায় তোমার
অমরত্ব সকল দেশের, সকল কালের,
অহর্নিশি ডুবে যায় আত্মা আমার
দ্যুতিময় সৃজনের জৌলুষ প্রভাকরে।