বিভক্তির সূত্র
রুবেল হক
মানুষের বিভক্তি সাদা- কালোতে
কখনও আবার আধার- আলোতে
অন্তঃপুরের রেওয়াজ ও উচ্চারণে।
বিভক্তি মনের পর্দায় ও চোখের লেন্সে
আত্মার আওয়াজ ও হ্দয়ের উচ্চারণে
বিভক্তির বড় রেখাটি অংকিত হয়েছে-
অর্থ ও ইনকামে
চিন্তা ও চেতনায়
স্বার্থ ও অহমিকায় কিংবা
উদারতা ও মহানুভবতায়।
বিভক্তি পঙক্তি মালা চেয়ার ও চেহারায়
চরিত্র ও চাতুরতায়; ভোগ ও উপভোগে
অমৃত মোড়ানো গরলের প্রত্যাশায়।
ব্রিটিশ বেনিয়াদের…
চেয়ার ও বান্ডিলের তাপ এসিতেও ঠান্ডা হয় না
মহানন্দা নদীর জলে আছড়ে আছড়ে পড়ে
একদিন ধামবে হয়ত ঝলসে কিংবা পুড়িয়ে।
সৃষ্টি কর্তার পার্থক্য শক্তিশালী ও প্রাকৃতিক
মহাবিজ্ঞানী তো একজন আছেন
সাম্যবস্থার ধারক ও বাহক তিনি বটে।
জাকারবার্গীয় যুগে প্রকট পার্থক্য
নর ও নারীতে; মন, মতি ও চলার গতিতে
দিল্লিকা লাড্ডু, খা’কে মারজা সূত্রে
কে ফসকে গেলো, কে আটকে গেলো
নিতান্তই স্বার্থ সংশ্লিষ্ট বিশ্লেষণে।
হৃদয়ের আওয়াজ যদি মুখে গিয়ে-
ভং ধরে ঘেটুতত্ত্ব চর্চা করতে থাকে…
একদিন ধপাস করে গঙ্গার জলে আটক
মানুষ্য বিভক্তির অবসান হোক
সস্থি ও শ্রদ্ধায়
নারী ও পুরুষ রুপান্তরিত হোক
মানুষের আধার ও অবয়বে
দয়া, স্নেহ, আসক্তি ও ভক্তি এই চার প্রেমে।
স্বার্থ বিলীন হোক পরার্থে
অন্তঃপুর ও বাহিরের উচ্চারণ হোক একসূত্রে
মনুষ্যত্বের মালা নির্মিত হোক মানুষে-মানুষে
১১.৮.২৩
ডিঙ্গাডোবা, রাজশাহী