২০৬ বার পড়া হয়েছে
বিপ্লবের দীক্ষা
দীপ ঘোষ
বিপ্লবে তুমি দীক্ষিত হও
যেনো, স্বাধীনতা আনে রক্ত,
মহাকরণে আজ আগুন জ্বালিয়ে
বোঝাও, বিপ্লবকে রোখা শক্ত।
হাসতে হাসতে লাগাও কণ্ঠে
সরকারের সেই ফাঁস,
গুলি করে আর বোমা ফাটিয়ে
ডেকে নিয়ে এসো সর্বনাশ।
গুলিকে তুমি রুখে দাও হাতে
বুক দাও মিসাইলে,
Tank- কে তুমি উৎখাত করে
প্রাণ দাও অছিলে।
ডেকে আনো সেই রুদ্রকে
বসাও তাকে সিংহাসনে,
গণতন্ত্রে আঘাত করে
আগুন জ্বালো নবান্নে।
ভেঙ্গে ফেলো সেই চারটে পা
ডেকে আনো সর্বনাশ
মনে রেখো, বিপ্লবী তুমি
যে হেরেও হয়না নিরাশ।
স্বাধীনতার তুমি উপাসনা করো
নিরপেক্ষতাই তোমার দেবী,
সত্যকে আজ বরণ করে
ভষ্ম করো সবই।
পড়ে মতামত রাখার অনুরোধ রইলো।