বাংলার চিরন্তন শোকগাঁথা
সাঈদা আজিজ চৌধুরী
(কবিতাটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধ উৎসর্গিত )
শতাব্দীর ওপারে জন্মেছিল এক ক্ষণজন্মা মহাপুরুষ
বাংলার প্রান্তর তেপান্তর টেকনাফ থেকে তেঁতুলিয়া
নক্ষত্রমন্দ্রিত আকাশ—নাম তাঁর শেখ মুজিবুর রহমান
আলোকিত হল দুঃখিনী বাংলার আঁচল শ্যামল বীথি বনতল।
দিনে দিনে মায়ের কোলে পরিনত হলো ব্যক্তি মানুষ এক ব্যাঘ্র তরুণ
মানতে পারেনি বাংলা মায়ের নিপীড়িত মানুষের ক্রন্দন
শাসন আর শোষণের মহাবলি তদানীন্তন পূর্ব পাকিস্তান
গর্জে উঠল পৌরুষদীপ্ত কণ্ঠ বাঙ্গালীর ভাষা আন্দোলন।
মহাপুরুষের প্রস্তর তর্জনীর ইশারা সোহরাওয়ার্দি উদ্যান
কানায় কানায় ভরে উঠল সংগ্রামী ছাত্র জনতা শ্রমিক কৃষাণ
কেঁপে উঠল বঙ্গোপসাগর পাহাড় অরণ্য বন
“এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”—জাতির পিতার বজ্রকণ্ঠ উচ্চারণ।
কেঁপে উঠল শাসকের গদি ষড়যন্ত্রের সোপান
বহু সংগ্রাম ত্যাগ আর তিতীক্ষার ফসল বাংলাদেশ হলো স্বাধীন
যুগে যুগে আদমের ভ্রুণে জন্ম হয় মীরজাফরের বীজ
পনেরো আগষ্ট হায় স্বাধীন বাংলার মহাশোক পঁচাত্তর ! ইতিহাসের নৃসংশতম হত্যা
সপরিবারে জাতির পিতা খুন !
হত্যাকারী মীরজাফরের দল আমরা তোদের ক্ষমা করিনি
ক্ষমা-! করবো না কোনোদিন
আমি রাজনীতিক নই,বাংলার সাধারণ মানুষ
আমি কবি,ন্যায়ের পক্ষে কথা কই
হন্তারগোষ্ঠি, বাংলার মানুষ তোদের কেউ নয়
আমরা তোদের ঘৃণা করি,তোদের জন্য ক্ষমা নয়।
তোমার জন্য বাংলার হৃদয়ে চিরন্তন শোকগাঁথা জনক
গন্তব্যের ওপারে শান্তিতে থাকো হে মহামানব।
১ Comment
আলহামদুলিল্লাহ