২০১ বার পড়া হয়েছে
বসন্ত বিলাসে
প্রদীপ কুমার বিশ্বাস
গগনে ফাগুন জ্বলছে আগুন
শিমুল পলাশের দেশে।
উড়ু উড়ু প্রাণ পলাশীর গ্রাম
মৌমাছি গুঞ্জনে।
পবনে পবনে উদাস লগনে
বাজেরে চতুর বাঁশি।
মাদলে মাতাল ছন্দে আকাল
হাঁসিছে যামিনী শশী।
ঋতু রাজ অলি খেলিছ হলি
ফাল্গুনী বনমালী।
বনে বনে অলি হৃদি গান গায়
বন পলাশীর পদাবলি।
দক্ষিণা আকাশ বসন্ত বিলাস
মৃদু ঢেউ বাতাসে।
ঋতু রাজ তুমি প্রকৃতির স্বামী
নত শির রাখি চরণে।