৮৫ বার পড়া হয়েছে
বর্ষা হও তুমি
দিলরুবা খানম
এমনও বরষা সে এলো যে,
যেমন উদ্যাম বাসনারা কপট চোখ রাঙ্গিয়ে কইছে,
“তুমি রিমঝিম ঝন্কারে নাচন তোলো ওহে বৃষ্টি রাগিনী”,
মেঘ দূত তার বার্তা পাঠালো
“কি অসন্তোষে বিজরী চমকে
ওই এলো বর্ষা এলোকেশী সুহাসিনী ”
সে ঝুমঝুম নিক্কনে কয়ে যায় কথা ” আমার মন কেমনের দিন যে এলো”
তুমি হও মেঘ কি উতাল হাওয়ার আকুতি,
আমিতো জানি তুমিই হবে
আমার ঝুম বৃষ্টি আর পাগল মাতাল করা অনুভুতি….