২০৫ বার পড়া হয়েছে
প্রথম এবং শেষ
সত্যি তোমাকে বলা হয় নি কখনো
তুমি আমার মধুরতম আক্ষেপের নাম।
তোমাকে এতখানি পেয়েও না পাওয়া প্রতিটি প্রহর জানে তুমি আমার দীর্ঘতম নিঃশ্বাসের নাম।
তোমাকে জানানো হয় নি
তুমি আমার নীলকণ্ঠে ছিন্ন পালকে লেখা নাম।
তোমার বুকে লেপ্টে থাকা আমার লাজুক চুমুর সবটা জানে তুমি আমার শেষ অতৃপ্ত আকাঙ্ক্ষার নাম।
তোমাকে তেমন ডাকা হয় নি
অথচ তুমি হয়তো হবে আমার মৃত্যুর পূর্বে মনে আসা শেষ নাম।
আমার গ্রীবায় আটকে যাওয়া প্রতিটি কান্নার বিন্দু জানে তুমি আমার প্রার্থনায় চাওয়া প্রথম এবং শেষ নাম।
✑ কলমে- তসলিমা হাসান
কানাডা, ২১-০৫-২০২১
৩ Comments
congratulations.
অনেক ভালো লাগলো
very good job