১০০ বার পড়া হয়েছে
বন্ধুত্ব
সাদিয়া আক্তার দীঘি
বন্ধুত্ব বাঁচুক পরম শ্রদ্ধায়,
বন্ধুত্ব বাঁচুক সুন্দর বোঝাপড়ার,
বন্ধুত্ব বাঁচুক অগাধ বিশ্বাসে,
বন্ধুত্ব বাঁচুক বুক ভরা সুস্থ –
নিঃশ্বাসে,
বন্ধুত্ব বাঁচুক মিষ্টি দুষ্টুমিতে,
বন্ধুত্ব বাঁচুক বন্ধুর হৃদয়ে ।
বন্ধুত্ব বাঁচুক সাহচর্যের
অনাবিল আনন্দ ধারায়,
বন্ধুত্ব বাঁচুক আলো আঁধারের
রৌদ্র ছায়ায়।
বন্ধুত্ব বাঁচুক নিত্য দিনই
সকাল বিকাল সাঁঝে।
হাসি ঠাট্টা খুনসুটি ভরা
সকল কাজের মাঝে।
বন্ধুত্ব মানে শুধু তিন অক্ষর নয়,
বন্ধুত্বই মনুষ্যত্বের বর্ণপরিচয়।