১৩৯ বার পড়া হয়েছে
বড় অচেনা লাগে
নাছরীন মিতা
চেনা এ শহরটাকে বড় অচেনা লাগে
চেনা এ পৃথিবীটাকে বড় অদ্ভুত লাগে
প্রিয় মানুষের হাসির আড়ালেই লুকিয়ে
আছে অন্য পৃথিবী!
তবু সব অভিমান অভিযোগ
পেছনে ফেলে রেখে ফিরে যাই বার বার।
প্রতিদিন প্রতিমূহুতেই মনের অজান্তে
কতো রঙীন স্বপ্নকে ধূসর রঙে সাজাই
প্রিয় মানুষের হাসির আড়ালে অচেনা
পৃথিবীটাকে দেখে।
চেনা শহরটাকে বড় অচেনা লাগে।