ফের জন্মে চখাচখি হবো
তাহ্ মিনা নিশা
শুধু বলতে চেয়েছিলাম… তুই আমারই থাকিস।
কেন যেনো সেটা আর বলা হয়নি
তুইও আমার চোখের ভাষা বুঝিসনি সেই সময়
আর আমিও লজ্জা সংকোচ ঘুচিয়ে বলতে পারিনি।
আজ এতোগুলো বসন্ত পেরিয়ে তাই
তুমুল আফসোসের মাথা খুঁটে খাই।
নাহ্ শুধু আমি একা নই, তুইও
একটু সাহস করে যদি বলে দিতাম!
একটু যদি তুই আমার মনের কথা বুঝতি!
তবে আমাদের অন্যরকম একটা ইতিহাস হতো
সেই গল্পে…
“অতপরঃ রাজা-রাণী সুখে রহিলেন”
—এই সাইনবোর্ড লেগে….নোটে গাছটি মুড়োতো।
যা কেবল গল্প কাহিনীর সমাপ্তিতেই দেখি
তা, আমাদের জীবন গল্পেও হতে পারতো।
মনে কর, আমরা দুজন যদি হতাম চখাচখি!
তবে ডানা মেলতাম আকাশে….
রৌদ্রে শুকোতাম কুয়াশা ভেজা পেখম….
তখন তোর চঞ্চু দিয়ে আমায় আদর করতি….
আবেশে চোখ বুজতাম আমি….
অতি তাপে লুকোতাম তোর পাখার ছায়ায়…
একই খাবার খেতাম দুজন ভাগাভাগি করে….
ঘুরে ঘুরে বেড়াতাম…
এক জলাশয় থেকে অন্য জলাশয়ে
ধান ক্ষেত থেকে পাট ক্ষেতের টলমলে জলে
ডানকিনি মাছের টুপ করে ডুব
পা ভিজিয়ে ঠোঁট চুবিয়ে পাশাপাশি চুপ চুপ
আমাদের সৌন্দর্যে হিংসায় জ্বলতো ময়ূর!
আমরা তা দেখেও দেখতাম না
আমরা ব্যস্ত থাকতাম…
নিজেদের সাজিয়ে তোলার কাজে
এ জন্মে তো সেটা হলো না রে….
ফের জন্মে যেন চখাচখি জীবন হয় মোদের।
১ Comment
congratulations