ফিরে আয় স্বপ্ন বিলাসী মনটা
সালেহা ইমতিয়াজ
স্বপ্ন বিলাসী মনটা!
তুই স্বপ্নে কল্পে আর ভাসিস না!
চাঁদ ছুঁয়ে ছুঁয়ে নক্ষত্র মালার কাছে ছুটিস না!
এই যে মানুষগুলো ধুঁকছে, ধুকে ধুঁকে
আঁধারের বুকে হারিয়ে যাচ্ছে!
তাদের কথা কেন ভাবিস না ?
রোদে পোড়া তামাটে কৃষক
দিনভর খাঁটুনি ঘর্ম ক্লান্ত শ্রমিক!
ফুল বিক্রেতা সেই মেয়েটি!
বাবু ফুল নিবেন!
কাগজ কুড়ানী টোকাই,নোংরা ঘেটে ঘেটে
প্লাস্টিক, ভাঙা কাঁচের টুকরো কুড়িয়ে আনন্দে মাতে!
নায্য মূল্য মজুরী পায় না!
পায়না অধিকার আদর সোহাগ!
আর একটু উষ্ণ ভালোবাসা!
একটু খাবার আশ্রয় ও বস্ত্রের নিশ্চয়তার খোঁজে,
অবিরাম শ্রম অকৃত্রিম সেবা দিয়ে যাচ্ছে।
ওরে স্বপ্ন বিলাসী মনটা! ফিরে আয়!
অধিকার বঞ্চিত তাদের তরে!
একটু স্বপ্ন সাজাতে দোষ কি?
নির্ভরতার নিশ্চয়তার বৃষ্টি ঝরাতে
স্বপ্নের সত্য সিঁড়ি বানাতে কি পারিস না?
ফিরে আয়, ওরে স্বপ্ন বিলাসী মনটা!
ফিরে আয় ভালোবাসা ঝরাতে!
ভেদাভেদ বৈষম্যের দেয়াল ভেঙে দিতে,
ফিরে আয় স্বপ্ন বিলাসী মনটা।