তোমার মতো একটা তুমি চাই
ফাহমিদা কামাল লিনু
২০.০৯.২০১
কি চাই আমার?
তুমি জানতে চেয়েছিলে,
বলেছিলাম…
রাতের ঘুম কেড়ে নেয় তুমিহীনতা,
ফাঁকা বড্ড বেশি ফাঁকা মনের আঙিনা।
কুঁকড়ে যাই!
আমি একলা একা কুঁকড়ে যাই
একাকীত্বের নির্জনতায়,
হঠাৎ ঘুম ভেঙে যায় মধ্যে রাতে…
জলের ধারা চোখের কিনারায়।
তুমি জানবে কি করে মনের গোপন!
সব কথা কি বলা যায়?
নিঃসঙ্গতার ঘুনপোকা কুঁড়েকুড়ে হৃদয় খায়,
একাই সয়ে যাই,মরে বেঁচে থাকি…
তবু মনের গোপন মনেই রাখি।
কি নেই?
সবই তো আছে!
আর কি চাই?
তুমি জানতে চেয়েছো বহুবার…
কি চাই আমার?
আমি শুধু শুনেছি,
চুপ করে অশ্রুশিক্ত আঁখি নিয়ে
তোমার চোখে তাকিয়ে থেকেছি।
কি যে অসস্তিকর অদ্ভুত রকমের শূন্যতা আমার,
বলা হয়নি…
তোমাকে কখনো কিচ্ছুই বলতে পারিনি,
কি বলবো?
কি করে বলবো বলো?
আমি কি করে বলবো তোমায়?
আমার সব আছে তবু কেন কিছু নাই?
কেন নিজেকে একা লাগে?
কেন এতো বেশি কষ্ট পাই?
আমি কেমন করে বলবো?
সবই তো আছেই…
কিন্তু তোমার মতো একটা তুমি নাই!
আমি চাই…
আমি তোমার মতো একটা তুমি চাই,
সেই তুমিটার বুকের নিবিড় উষ্ণ আলিঙ্গনের ওম চাই,
যদিও তোমাকে বলা হয়নি…
তুমি তো জানো আমি অভিমানী!
ভীষণ কষ্ট পাই!
তবু সহ্য করতে জানি,
সীমাহীন ধৈর্য্য ধরতে জানি,
যুগ যুগান্তরের বেদনা লুকিয়ে হাসতেও জানি,
জানি না শুধু ভালোবাসা চাইতে,
আমি ভালোবাসি ভালোবাসতে জানি…
কিন্তু ভালোবাসা চেয়ে নিতে শিখিনি।
আমি আমার জীবনে তোমার মতো একটা তুমি চাই,
বলো না! তুমি ছাড়া সেই তুমিটাকে
আমি কোথায় খুঁজে পাই?
১৭৯ বার পড়া হয়েছে
১ Comment
অসাধারণ একটা কবিতা।একেবারে হৃদয় ভেদ করে শরীরটাকে শিহরিত করে দেয়।