তুমি আমার নও
ফাতিমা আফরোজ সোহেলী
এই যে তুমি শূন্যে ছেড়ে দু’ হাত
হাঁটছ একা।
একা একা…।
বেশ অনেক, অনেকটা দূর।
হাটার পথে কতো পথেই মিশছে তোমার পথ।
কতো পথিক কতো টানে টানছে তোমায়;
গল্প কতো বাড়ছে তোমার।
বিশ্বটাকে পাচ্ছ তুমি
তোমার ক্রোড়েই ত!
সে তুমি; আমার বলেই ত!
কি করে হয় প্রমাণ
তুমি আমার নও!?
তুমি আমার বলেই;
তোমার বুকের উদার বনে
শত শত চোখ
শত মুখ, শত মন।
এইযে হাজার মনে যেতে স্বাধীন তুমি।
শত প্রেমের প্রাচীর ভেঙ্গে কৃষ্ণ তুমি।
সে আমি; রাধে বলেই ত!?
কি করে হয় প্রমাণ
তুমি আমার নও!?
এইযে তোমার নামের পাশে
এইযে তোমার দেহের পাশে;
এইযে তোমার মনের পাশে
লেখা হরেক নাম।
এই যে তোমার জীবন ভরে
কত নামের পাখি উড়ে
এই যে তোমার স্বপ্নগুলো
আজ ‘তোমারই সম্মান’।
সে আমি; তোমার পর বলেই ত!
তাতে কি আর হয় প্রমাণ
তুমি আমার নও!
এইযে তুমি রাত্রি দিন
হিসেব করে জানাও ভীষণ
তুমি আমার নও;
ক’জন মানুষ পর কে বলে
‘তুমি আমার নও’!?
📝 ২৬/০৯/২১
১ Comment
very good job; congratulations.