পাপের তাপে
জেবুন্নেছা জেবু
নীতিহীন ভ্রষ্টদের আকাশে
জয়ের পতাকা উড়ে,
লুণ্ঠিত হচ্ছে মানবতা বার বার…
নর্তকীদের নূপুরের ঝংকারে।
অন্ধ আজ সকল আদর্শনীতি
বাঁচার অসহায় চেষ্টা…
নষ্টদের অধীনে সব বন্দি
চলছে নিজেদের স্বার্থের প্রতিষ্ঠা।
নীরবে ডুবছে জাহাজ
ছলনার খেলায় বসবাস,
দাফন হচ্ছে বিলাসী জলসায়
আশা নেই শুধুই হতাশ।
বোবা জাতির হাসি
নয়ন জলে বাজায় বাঁশী,
নৃত্যের তালে তালে ফাঁকি
হুঁশহীন বোবা অন্ধ জাতি।
অসহায় আর্তনাদ ক্রন্দন …
জাহাজ ভাসছে হবে বিলীন
যাত্রীরা ছুটছে দিশাহীন।
দ্রব্যমূল্যের চাপে নিঃস্ব জীবন
অসহায় আর্তনাদ ক্রন্দন …
জাহাজ ভাসছে হবে বিলীন
যাত্রীরা ছুটছে দিশাহীন।
দ্রব্যমূল্যের চাপে আমজনতা কাঁপে
কাঁপে ওরা কাঁপে
বেঁচে থাকার পাপের তাপে
বাঁচাবে তাদের কোন বাপে।