২য় দফায় বন্যার্তদের মাঝে উপহার বিতরণ: প্রাক্তন ছাত্রছাত্রী-চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ।
প্রাক্তন ছাত্রছাত্রী- চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ সংগঠন এর উদ্যোগে গত ০৬ সেপ্টেম্বর ২০২৪ শুত্রুবার- কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে, কলেজের স্টাফ এবং প্রাক্তন ছাত্রসহ প্রায় ২৫০ জনের মাঝে খাদ্য ও উপহার সামগ্ৰী প্রদান করা হয়। উপস্থিত ছিলেন কলেজের সাবেক শিক্ষক প্রফেসর আবু আল কাসেম মোহাম্মদ ফেরদৌস স্যার (রাষ্ট্র বিজ্ঞান বিভাগ), সার্বিক ভাবে সহযোগীতা করেন কলেজের প্রিন্সিপাল মনজুরুল হক স্যার ও কলেজের শিক্ষকসহ: প্রফেসর শফিক স্যার।
পরিচালনা প্যানেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন:
সফিউর রহমান তৌহিদ, ইঞ্জিনিয়ার কামাল চৌধুরী, শামসুল আলম, কবি ও কলামিস্ট আবুল খায়ের, শারমিন সুলতানা, সাবেরা মুন্নী, নাসরিন সুলতানা রিতা, নোমান আল হাসান লিটন, মোরশেদ আলম, গিয়াস উদ্দিন।
আয়োজনের সম্মনয়ক ছিলেন:
মঞ্জুরুল আজিম সুমন, আনোয়ার শামস কিশোর, আমিরুল বাশার মান্না, নুসরাত জাহান সুইটি।
২০২০ সাল থেকে সংগঠনটি ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ করে যাচ্ছে।
প্রাক্তন ছাত্রছাত্রী- চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ।