৫০ বার পড়া হয়েছে
প্রশ্ন
রোকশানা আক্তার ছায়াময়ী
এই যে সময় চুপটি করে
হাসছ বুঝি বেশ
এমনি চলতে থাকলে তবে
মানুষগুলো শেষ।
ভাবছ আমরা ভালই আছি
তোমার কিসে দায়
খাচ্ছে খাদক দেখছ চেয়ে
খাওয়া কত যায়।
বাড়লে বাড়ুক দামটা যত
ধুর-যা তাতে কি
পকেট তোমার ভালোই আছে
খাচ্ছো পাতে ঘি।
বাজার দেখে ভাবছি আমি
মাংস মাছ কত
দামটা অনেক তবুও কিনে
খাচ্ছে কারা এতো।