তিনি আসলেন জয় করলেন, আবার চলে গেলেন।
সংগীত শিল্পী, কবি যুথিকা বড়ুয়া ভারতের কলকাতার বাটানগর (বাপের বাড়িতে) বেড়াতে এসে 18 April 2023 পরপারগত হন। সাথে তাঁর বড় মেয়ে ইন্দিরা বড়ুয়া ও ভ্রমণে এসেছিলেন।
এক নজরে সংগীত শিল্পী, কবি ও গল্পকার যুথিকা বড়ুয়া’র পরিচিতি:
কবি যুথিকা বড়ুয়া শীলঘাটা গ্রামের কৃতি সন্তান লেখক, গবেষক, ধর্ম দর্শন ও ইতিহাস বিষয়ে অত্যন্ত প্রাজ্ঞ, বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ (WFB) কেন্দ্রীয় কার্যালয়ের প্রাক্তন লাইব্রেরিয়ান ও সহসাধারণ সম্পাদক বর্তমান কানাডা প্রবাসী শ্রদ্ধেয় দাদা সোনা কান্তি বড়ুয়ার সহধর্মিণী।
কবি ও গল্পকার যুথিকা বড়ুয়া’র জন্ম, শিক্ষা, দীক্ষা, বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের কোলকাতায়।
দেশের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের শ্রীপুর জৈষ্ঠপুরা গ্রামে। লেখিকা যুথিকা বড়ুয়া কৈশোর বয়স থেকে বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত। এর পাশাপাশি উচ্চাঙ্গসঙ্গীতে হাতে খড়ি দিয়ে ক্রমাণ্বয়ে নিরলস চর্চায় সর্বভারতীয় উচ্চাঙ্গসঙ্গীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করে্ন। এছাড়াও ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে ডিপ্লোমা প্রাপ্ত করেন। বর্তমানে তিনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। বাংলা ও হিন্দি ভাষায় তাঁর নিজস্ব একাধিক গানের আলবাম দেশে-বিদেশে সমাদৃত। যুথিকা দিদি একজন অনেক বড়ো মাপের শিল্পী, অনেকেই বলেন টরন্টোর লতা মঙ্গেশকার।
লেখিকা যুথিকা বড়ুয়া উচ্চ মাধ্যমিক পাশ করেই পরম পূজনীয় মাতা-পিতার ইচ্ছানুসারে ১৯ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবনে প্রবেশ করেন। সেখান থেকে দীর্ঘ সময় অতিক্রম করে ১৯৯৩ সালে পারিবারিক সূ্ত্রে পাড়ি জমায় কানাডার টরোন্টো শহরে। সৌভাগ্যক্রমে ১৯৯৮ সালের অক্টোবর মাসে বাংলা সাহিত্য জগতের একজন বিশিষ্ট গবেষক এবং কিছু লেখক গোষ্ঠির সংস্পর্শে যাবার সুযোগ পায়। যাদের প্রেরণায় এবং উৎসাহে বাংলা সাহিত্য জগতে প্রথম পদার্পণ করেন ১৯৯৯ সালের নভেম্বর মাসে।
সাহিত্য চর্চা:
এটি তাঁর লেখা একাধিক গল্পের মধ্যে বাছাই করা পাঁচটি গল্পের সমন্বয়ে প্রথম প্রিন্টেড পুস্তক “নানান রঙের যাপিত জীবন”।
বর্তমানে লেখিকা যুথিকা বড়ুয়া সাহিত্য ও সঙ্গীত জগতে নিজেকে নিয়োজিত রেখেছেন। আজীবন সাহিত্যের মধ্যেই থাকতে চেয়েছিলেন।
তিনি কালের প্রতিবিম্ব (ম্যাগাজিন) এর একজন নিয়মিত লেখক ছিলেন।
সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ এর একজন সক্রিয় লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
এছাড়াও প্রতিবিম্ব প্রকাশের অনলাইন পোর্টালে তাঁর ছিলো সরব উপস্থিতি। তাঁর লেখা কবিতা, গল্প এবং নিবন্ধ/মুক্ত গদ্য প্রকাশ হতো নিয়মিত।
মৃত্যুকালে তিনি দুই কন্যা সন্তান, স্বামীসহ আত্মীয়-স্বজন এবং দেশ বিদেশে বহু বন্ধুবান্ধব ও ভক্ত রেখে গেছেন।
আমরা প্রতিবিম্ব প্রকাশ পরিবার, কালের প্রতিবিম্ব (ম্যাগাজিন) ও সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ এর পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি।
Poet Juthika Barua (Late)/Kolkata, Toronto/Canada
১ Comment
আর বিদহী আত্মার প্রতি রইলো অতল শ্রদ্ধা।