দ্বিতীয়বার অনুষ্ঠিত হলো প্রতিবিম্ব প্রকাশ-ঈদ পুনর্মিলনী ও লেখক সম্মানী প্রদান অনুষ্ঠান।
গতকাল ১৩ মে ২০২৫ বিকেল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামটর, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে প্রতিবিম্ব প্রকাশ-ঈদ পুনর্মিলনী ও লেখক সম্মানী প্রদান অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মুস্তাফিজুর রহমান এবং স্বাগত ভাষণ দেন প্রতিবিম্ব প্রকাশের কর্ণধার, কবি ও প্রকাশক আবুল খায়ের।
সনেট কবি মো. নূরুল কাইয়ূম (ফারুক), (সাবেক সচিব, রাষ্ট্রদূত)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সাহিত্য আলোচনা করেন: কবি মোহন রায়হান, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি জাকির আবু জাফর, কবি শাহীন রেজা, ড. বিনয় বর্মন, কবি কামরুল হাসান, কবি মনিরুল ইসলাম, কবি আমির হোসেন, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, মেজর পলক রহমান, শিশুসাহিত্যিক আতিক হেলাল, কবি লিজি আহমেদ, কবি মনিরুজ্জামান রোহান, কবি আসাদ কাজল, কবি হাসান ওয়াহিদ, কবি হাবিবুর রহমান প্রমুখ।
আলোচকগণ প্রতিবিম্ব প্রকাশের অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান করে লেখক সম্মানী প্রদানের নজির বিরল। প্রতিবিম্ব প্রকাশ গতবছর “কবিতা ক্যাফে”তে প্রথম চালু করে লেখক সম্মানী প্রদান অনুষ্ঠান।
কবিতা আবৃত্তি করেন: কবি শেখ মনিরুজ্জামান শাওন, কবি ফারজানা ইসলাম, কবি নূরুল হক, কবি হারুনুর রশীদ, কবি নুসরাত হাশেমী, কবি শানাজ পারভীন মিতা, কবি রহিমা আক্তার রিমা, কবি ফরিদা ইয়াসমিন, কবি নূর ফরিদ, কবি তাহমিনা আক্তার, কবি তারিক মাহমুদুল ইসলাম, কবি মিস সুমাইয়া প্রমুখ।
শতাধিক কবি লেখক ও গুণীজনদের উপস্থিতিতে মনমুগ্ধকর পরিবেশে আলোচনা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ।
একুশে বইমেলা-২০২৫ এর বিক্রয় তালিকার শীর্ষে থাকা বই ও লেখকদের (কিছু নির্বাচিত বইসহ) সম্মাননা/ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন : কবি অ্যাডভোকেট শিমুল পারভীন ও কবি শিরীনা ইয়াসমিন।