প্রতিবিম্ব
মো: গোলাম রসুল
এই বিশ্বভূমে, আমি অবাক অতি
দেখলাম গিয়ে উত্তরায়,
এক বিন্দুতে মিলন হয়েছে কত জ্যোতি
তিমির টুটে বসুন্ধরায়।
বঙ্গভূমে লক্ষ তারার মিলন তুমি
হাজার ফুলের সৌরভ,
ভ্রমর ছুটছে হেথায় , দিবস যামী
বিশ্ব জুড়ে গৌরব।
কলম সারি, আলো ছড়ায় স্বচ্ছতায়
স্বাধীন চেতা আলো তুমি
বিশ্বজাহানে আঁধার, আছে আশংকায়
মহাধুমে গর্বিত আমি।
অতুল ভাস্বর তুমি, বিশ্বের অহংকার
সৃজনশীলতার আধার তুমি
প্রতিবিম্ব সৃষ্টির মূলে, চৌকস কর্ণধার
আলোকিত আজি জন্মভূমি।
আবুল খায়ের হাঁটছে ভাই, সরল পথে
বাঁকা পথে হাঁটা স্বভাবে নাই
রাখাল বাজায় বাঁশের বাঁশি মেঠোপথে
মধুরসুরে, সতেজ সবাই।
তোমার অতুল স্নিগ্ধতায় মুগ্ধ আমি
বদান্যতায় ভরেছি উদর
আশীষ যাচি যেন, মহান জগৎ স্বামী
প্রফুল্লতায় ভরে, তোমার অন্তর।
কবি কলামিস্ট খেতাব তোমার বিশ্বজুড়ে
লাল সবুজের পতাকা হাতে নিয়ে
হাজার প্রতিবিম্ব, হচ্ছে সৃষ্টি অগোচরে
ধন্য সুশীল, তোমায় পেয়ে।