প্রকৃতির সৌন্দর্য
রাবেয়া আহমেদ চামেলী
প্রকৃতির অপরূপ সৌন্দর্য সৃষ্টিকর্তার
তিনি হচ্ছে এক বিশাল পৃথিবীর নির্মাতা।
তার প্রকৃতির সৃষ্টির মাধুর্যতা,
সত্যি মন চলে যায় মুগ্ধতায়।
তার বিশাল সৌন্দর্যের কীর্তি।
প্রকৃতি যেন বহন করে মনোরম স্মৃতি।
এখানে মনের নেই কোন দুর্গতি।
শুধু আছে ভালবাসার বন্ধনের প্রীতি।
সবুজ শ্যামল শান্তিময় প্রকৃতি
প্রকৃতিতে নেই কোন নিয়মের রীতি।
আমরাই সৃষ্টি করি দুর্গতি।
নষ্ট হয়ে যায় জীবন চলার ভাবমূর্তি।
প্রকাশ করা উচিত সুন্দর সুন্দর অভিব্যক্তি।
মানুষের নেই পরস্পরের প্রতি সহানুভূতি।
মহান আল্লাহ তায়ালাকে ভালোবেসে প্রকাশ করো কৃতজ্ঞতা সৃষ্টির প্রতি।
তাতে অনুভব করবো শান্তি ও মহা তৃপ্তি।
London, UK