গতকাল ১৩ অক্টোবর ২২০২৪ বিকেল ৪টায় ঢাকার কাঁটাবন মোড়ে “চিংড়ি চায়নিজ রেস্টুরেন্ট” অনুষ্ঠিত হলো কবি ও সংগঠক ইলোরা সোমা’র জন্মদিনের অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য কবি, কথাসাহিত্যিক, ব্যবসায়ী, অভিনেতা, সমাজসেবক ও কবির শুভাকাঙ্খীরা।
নিম্নে তাঁদের নাম দেয়া হলো :
১/ কবি গবেষক মাহমুদুল হাসান নিজামী
২/ কবি, সাহিত্যিক, অভিনেতা, এ,বি,এম সোহেল রশীদ
৩/ কবি, সংগঠক,সমাজসেবক, ব্যবসায়ী শিহাব রিফাত আলম।
৪/ কবি, কথাসাহিত্যিক সঈদা আজিজ
৫/ শিল্পপতি এম, এ সায়েম মাসুম
৬/ বাস্তববাদী কবি ও সংগঠক আবুল খায়ের
৭/ সংগীত শিল্পী ফরিদুল ইসলাম আকাশ
৮/ পুথি রচিতা গীতিকার হাসিনা মমতাজ
৯/ কবি, লেখক, গীতিকার আব্দুল গনি ভুঁইয়া
১০/ কবি হামিদা পারভীন শম্পা
১১/ কবি সানা সুলতানা
১২/ লেখক আবৃত্তি শিল্পী শিমুল পারভীন
১৩/ সংগীতশিল্পী, সুরকার লেখক সরোয়ার মাহিন
১৪/ গীতিকার, কবি মুক্তা পারভীন
১৫/ মানবাধিকার কর্মী, সংগঠক, উপস্থাপক মনঞ্জুরুল হোসেন ঈসা
১৬/ কবি সংগঠক লায়ন ছিদ্দিকুর রহমান বকাশ
১৭/ শিক্ষিকা শিরিন শিলা
১৮/ অধ্যাপক, লেখক বহুভাষাবিদ মনঞ্জুরুল মনঞ্জু
১৯/ কবি খান তন্ময়
২১/ কবি সংগঠক খান আতাউর
২২/ ব্যবসায়ী ফিরোজ আহম্মেদ
২৩/ আনোয়ার হোসেন
২৪/ এ্যাডভোকেট কবি সংগঠক, সরদার আব্বাস উদ্দিন
২৫/ কবি কথাসাহিত্যিক হুমায়ুন কবির
২৬/ কবি সংগঠক নজরুল বাঙালি
২৭/ কবি সংগঠক আর মজিবুর রহমান
২৮/ কবি সংগঠক সমাজসেবক তাহেরা খাতুন
২৯/ কবি সংগঠক সমাজসেবক মোহাম্মদ আবু তাহের
৩০/ কবি সংগঠক নাসরিন আক্তার শেলী
৩১/ কবি সংগঠক লোকমান পলা
৩২/ লিও আব্দর রমান
৩৩/ বিশিষ্ট লিল্পপতি সায়মুল সিয়াম
৩৪/ শিপ্রাআপু সহ আরো অনেকে।
বরেণ্য কবি, লেখক ও সাংবাদিকদের উপস্থিতি এবং গান পরিবেশনে অনুষ্ঠানের মাত্রাকে আরো বাড়িয়ে তোলে।
সবাই কবির উত্তরোত্তর সাফল্য কামনা করে অনুষ্ঠানটি শেষ করেন।
___________________________________________________________________________________________________________
এক নজরে কবি ও সংগঠক ইলোরা সোমা:
কবি ও সংগঠক ইলোরা সোমা
জন্ম: ০৯-১০-১৯৮৯ সালে ঐতিহ্যবাহি সিরাজগঞ্জ জেলার শাহ্জাদপুর উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখায় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি ময়মনসিংহের আনন্দ মোহান কলেজ থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর সম্পন্ন করেন।
পেশাগত জীবন: তিনি ইলোরা ফাউন্ডেশেনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।তিনি একজন নারী উদ্যোতা।
সাহিত্যচর্চা: ছোটবেলা থেকেই তিনি লেখালেখি করে আসছেন বিভিন্ন পত্রিকার মাধ্যমে তার লেখা প্রকাশিত হয়ে থাকে। জীবনসঙ্গী মো. রফিকুল ইসলামের অনুপ্রেরণায় সাহিত্য চর্চা এখনোও করছেন। তিনি প্রতিষ্ঠা করেন ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কানন নামক একটি সাহিত্য সংগঠন।
এপর্যন্ত তাঁর একক কাব্যগ্রন্থ হলো “বিকল্প বিবর্ণ”, “জীবন যখন জাদুঘর, ” এবং একক ছড়ার বই “স্কুল ছুটি”।
এছাড়াও তাঁর রয়েছে অসংখ্য যৌথকাব্যগ্রন্থ।
তিনি সমাজের নিপীড়িত মানুষের বন্ধু। ছোট সময় থেকে সমাজের উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ের অনেক মানবিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত।
তিনি খেলাধুলা করতে এবং দেখতে পছন্দ করেন, তার শখ বিভিন্ন অনুষ্ঠানে নিজেকে অন্যের মাধ্যমে কিছু আরোহন করা নতুন কিছু শেখা এবং সকলকে সম্মানের সাথে সদাচরণ করা।তাঁর পছন্দের খাবার ইলিশ মাছ, ভাত।
সময়ের সাথে তাল মিলিয়ে চলাই তার প্রধান লক্ষ্য।