১৪১ বার পড়া হয়েছে
প্রমোশন! প্রমোশন!
পারভীন আকতার
আমি বাপু ধান্ধাবাজ!
ঝানু এক ফটকাবাজ!
মুখে বলি রাম নাম
ধুরন্ধর ক্ষ্যাপারাম!
সামনে বলি চাচা চাচা
পেছনে খুঁড়ি গর্ত চ্যাঁচা!
হাসির ঝলক ঝলমল
হিংসায় ঠাঁসা জ্বলজ্বল।
ভালো মানুষ দেখলে
করি ক্ষতি কৌশলে!
বলে বেড়াই কুকথা,
লোক ঠকায় যথাতথা!
এবার হবে প্রমোশন!
ধোঁকা বাজি উচাটন!
লোক দেখানো এন্ট্রি
হুকুম ঝাড়ে সেন্ট্রি!
আমি শেষ জামানা
পা চাটা কলিযুগের সুমনা!
গড়েছি সম্পদ পাহাড়!
ক্ষমতায় করি সব সাবাড়!
প্রমোশন! প্রমোশন!
মানবতা লঙ্ঘন!
চলছে সার্কাস উত্তাপ!
আমি পণ্ডিত চুপচাপ!
—————-
পারভীন আকতার
শিক্ষক কবি ও প্রাবন্ধিক
চট্টগ্রাম।