৬১৭ বার পড়া হয়েছে
পাথর চাপা কপাল
অমি রেজা
পাথর চাপা কপাল যেন-
সোনা ভেবে হাত বাড়ালে
ছাই হয়ে ঝরে পড়ে।
পাথর চাপা কপাল কেন?
ভালো ভেবে কাছে গেলে
মন্দ হয়ে ফিরে তবে।
পাথর চাপা কপাল যেন
আলো ভেবে ছুঁইতে গেলে
অন্ধকারে হারায় যেয়ে।
পাথর চাপা কপাল এমন
ভালোবাসায় হারাই যখন,
মন্দবাসা মিলায় তখন।
পাথর চাপা কপাল যেমন
সুন্দর পানে তাকাই যখন
অসুন্দর ডানা মেলে উড়ে তখন।
পাথর চাপা কপাল কেন?
সুখের আশা বৃথাই তবে
দুঃখ বুকে বাধাই যেন।