পাখি ও নক্ষত্রের প্রেম কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত:
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় নেতা কবি সামসুদ্দোহা’র কাব্যগ্রন্থ: পাখি ও নক্ষত্রের প্রেম এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয় ‘প্লাটিনাম রেসিডেন্স, টেরা বিসট্রো রেষ্টুরেন্ট’ উত্তরায়।
বিশিষ্ট বুদ্ধিজীবী, ট্রাস্টি- মুক্তিযুদ্ধ জাদুঘর জনাব সারোয়ার আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু কবি, লেখক, লেখকের সহযোগি বন্ধুবান্ধব, পরিবারের সদস্য, প্রবীণ রাজনীতিবিদসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রথমে ‘পাখি ও নক্ষত্রের প্রেম’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন করা হয়। তারপরে সূচনা বক্তব্য রাখেন কবি, কলামিস্ট ও প্রকাশক আবুল খায়ের।
আলোচনায় অংশগ্রহণ করেন:
কবি, লেখক ও গবেষক ড. নূহ-উল-আলম লেনিন (রাজনীতিবিদ)
কবি-প্রাবন্ধিক আমিনুল ইসলাম (অতিরিক্তি সচিব)
কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ (শহিদ বুদ্ধিজীবী’র সন্তান)
বীর মুক্তিযোদ্ধা ও কবি এটিএম ফারুক আহমেদ (সাবেক পুলিশ সুপার)
সম্পাদক: দৈনিক প্রথম বেলা, লেখক আলহাজ্ব মোহাম্মদ শাহ্ আলম (সভাপতি: বঙ্গবন্ধু কালচারাল ফাউন্ডেশন)
লেখক ও গবেষক শেখর দত্ত (প্রবীণ রাজনীতিবিদ)
বিশিষ্ট সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু
কবি মু. আ. আব্দুল কুদ্দুস
কবি বাদল মেহেদী
উপস্থিত ছিলেন: কবি সাঈদা আজিজ চৌধুরী, কবি মোবারক হোসেন, কবি মাসুদ বাহার’সহ আরো অনেক কবি, লেখক, সাংবাদিক ও গুণীজন।
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় নেতা কবি সামসুদ্দোহা’র বন্ধুরা তাঁর রাজনৈতিক জীবন ব্যক্তিগত জীবন ও সাহিত্যচর্চার ওপর আলোকপাত করেন।
উপস্থিত অনেকেই ‘পাখি ও নক্ষত্রের প্রেম’ কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন। এছাড়াও স্বরচিত কবিতা পাঠ ও গান অনুষ্ঠানের মাত্রাকে বহুগুনে বাড়িয়েছে।
উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও ধানবাদ জানিয়ে আগামীতে আরো বড় পরিসরে কবির প্রকাশিত বইয়ের ওপর আলোচনা এবং দেশ বিদেশে প্রচার ও প্রকাশের জন্য প্রত্যাশা করা হয়।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন: সঙ্গীতশিল্পী ও বিশিষ্ট উপস্থাপক জনাব সুরুজ জামান।
সবশেষে সবাইকে রাতের খাবার এর জন্য আমন্ত্রণ জানানো হয়। পুরো অনুষ্ঠানটিতে ছিল ঘরোয়া পরিবেশ ও বেশ উপভোগ্য।