১৮৮ বার পড়া হয়েছে
পরাজিত আমি
(যয়া খান)
নিমজ্জিত আমার পৃথিবী
আজ অতল জলের গহ্বরে।
নিভৃতে কাঁদে স্মৃতি ভেজা
দিনগুলো,
নিঃসঙ্গ দুঃখের প্রহর।
নেই তুমি আর আমার অস্তিত্বের মাঝে,
অনস্তিত্বে তোমার বসবাস।
জল জমেছে বুকের ভেতর রোদের অভাবে,
কঠিন উপহাস নিয়েছে কেড়ে,
জীবনের যত রঙ।
জীবন টা কেনো এত ছোট
এতবড় আকাশ এর নীচে?
আজ থেকে আমার রাতে
পূর্ণিমার চাঁদ নেই ,
নেই জোছনালোকিত আকাশ।
দিন কেটে যায় রুদ্ধনীল বেদনার ঘরে,
মন কাঁদে অন্তরালে।
বড় একাকিত্বে আমার ছায়াই আমার সাথি।
নিঃসঙ্গ বৃক্ষের মত
সাজাপ্রাপ্ত আসামির মতো
মৌন পাহাড়ের মত
নিঃসঙ্গ আমি
মেনেছি হার
জীবনের কাছে।
লেখক: প্রবাসী কবি। মেলবোর্ন , অস্ট্রেলিয়া
২ Comments
Congratulations
Nice