১৪৪ বার পড়া হয়েছে
নৃত্য পিয়াসী
মনিকা শকুন্তলা
আমি নৃত্য পিয়াসী,
বসন্ত বিলাসী।
নৃত্য যুগলে নবযুগ আঁকি,
নব আনন্দে বেঁধেছি যে জুটি।।
রাজনন্দিনী নটরাজ রূপে,
এসেছি ধরায় নৃত্য রূপ লয়ে।
মুদ্রার তালে হৃদয় আলয়ে,
বিমোহিত করি মোহনীয় তালে।
আমি ঊর্বশী আমি মেনকা,
দুষ্যন্তের পাশে শকুন্তলা।
যেনো স্বর্গীয় হৃদয় দোলা
পার্বতী রূপে আত্মভোলা।
চিত্ত নৃত্যে সদা চঞ্চলা,
বসন্ত প্রেয়সী ছন্দে উতলা।
রুম ঝুম ঝুম নূপুরের বলা
অমৃত সন্ধানে সতী বেহুলা।।
__________________________
পোট্রেট : স্যার যুগল সরকার
প্রখ্যাত চিত্রশিল্পী
কলকাতা, পশ্চিমবঙ্গ।