০১) তুমি ছাড়া
জীবনটাকে চাইছি গোছাতে,
তবুও জীবনটা যে ছন্ন ছাড়া।
কারণটা কী? শোন তবে,
তুমি ছাড়া জীবন আমার
শুকিয়ে যাওয়া স্বর্ণলতা।
০২) তোমায় খুঁজি
দিনটা কাটে ভালোয়।
দিনের শেষে সন্ধ্যা নামে;
চারিদিকের কোলাহল থামে,
গভীর রাতের অন্ধকারে
ঘুম না এলে দুচোখেতে
চক্ষু বুঁজে হৃদ গগনে
তোমায় খুঁজি আপন মনে
হাজার তারার আলোয়।
০৩) অনন্ত প্রতিক্ষা
এভাবেই দিন রাত যখন তখন
মনের আকাশে অথবা মনের ঘরে বিচরণ তোমার।
এভাবেই কল্পনায় তুমি আস সুহৃদ বারবার।
আর এভাবেই তোমার দেয়া
দুঃখ আর ভালোবাসার স্মৃতিগুলো
বিচলিত করে আমায় বার বার।
কখনো কষ্টের নোনা জলে দুচোখ ভাসে।
কখনো তোমার ভালোবাসায় শিহরিত হই।
কখনো কল্পনায় আমি ভেসে যাই
রঙিন পালতোলা সাম্পান নিয়ে
জল তরঙ্গের শব্দ তোলা ঝলমলে ঝিলে।
অনাদি কালের স্রোতে ভাসা
সাম্পান নিয়ে ভেসে যাই অন্য ভুবনে।
যেখানে নেই কোনো দুঃখ, কষ্ট বা হতাশা।
অথবা গোপনে বিরাজমান ব্যর্থতা।
দুরাশার পাহাড় ডিঙিয়ে ভেসে যাই সেই খানে
যেখানে আমার স্বপ্নগুলো
নানান রঙের ফুল হয়ে ফুটে আছে,
সবুজ প্রকৃতির মাঝে।
যেখানে আছে এলোমেলো বাতাস,
ফুলের সৌরভ আর অনাবিল সুখের স্বপ্ন।
সেই খানে তুমি থাকো আর আমি থাকি
আর ভালোবাসার ফুলগুলি তুমি
ছড়িয়ে দাও আমার উপর
এক গভীর মমতায়।
এমনই অনন্ত প্রতীক্ষা তোমার জন্য হে প্রিয়তম।