হাসিনা আনছার নারী উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন:
উদ্যোক্তা পত্রিকা সার্বিক তত্ত্বাবধানে রন্ধনশিল্পী হাসিনা আনছার এবং খন্দকার রুহুল আমিন CIP আয়োজনে ১০০ নারীউদ্যোক্তা শীর্ষক জীবনের গল্প সেমিনার অনুষ্ঠিত হয়েছে ২৫ নভেম্বর রোজ শনিবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, রাজধানীর কাপ্তান বাজার অবস্থিত খন্দকার স্কাইভিউ রেস্টুরেন্ট, খন্দকার টাওয়ার ৪৮-৫০ কাপ্তান বাজার।
সারা বাংলাদেশ থেকে ১২২ জন রন্ধনশিল্পী উপস্থিতি ছিল। তাদের জীবনের গল্প নিয়ে এবং তাদেরকে সার্টিফিকেট প্রদান করা এবং সকালের স্নাক্স দুপুরের লাঞ্চ এবং বিকেলে স্নাক্স ব্যবস্থা ছিল।
উক্ত অনুষ্ঠানে খন্দকার রুহুল আমিন-এর সভাপতিত্বে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ মান্নান (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়)। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনিয়া দেওয়ান প্রীতি
সাংবাদিক ও মানবাধিকার কর্মী
(প্রতিষ্ঠাতা সভাপতি- দুস্থ অসহায় নারী ও শিশু কল্যাণ সংস্থা)
আরো অনেকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।