নষ্ট মায়া
(তনিমা জাহান)
চোখের সামনে ঘোলাটে চশমার কাঁচ
ভাতের হাড়িতে বাড়ানো চুলার আঁচ
ক্যাফেইন হয়ে ক্রমাগত জাগাচ্ছ রাত
মস্তিষ্কে আজ চরম বিভ্রাট!
মেনিনজেস-এ রক্তের দাগ
এলোমেলো অনুভূতিতে নিউরনে ক্লান্তির ছাপ,
ডেন্ড্রাইট-এ চরম অস্থিরতা
আ্যাক্সন-এ সমর্পিত বিষণ্ণতা
সিন্যাপস্-এ অবিরত তোমারই প্রতিচ্ছায়া!
তুমি মানে-
এক নষ্ট মায়া…!
লেখক পরিচিতি:
কবি বেগম তনিমা জাহান লাকী ঢাকার গেন্ডারিয়ায় জন্মগ্রহণ করেন। পিতাঃ মরহুম মোঃ মমিনুল হক এবং মাতাঃ মরহুমা ফিরোজা বেগম।
চার বোনের মাঝে তিনিই সর্বকনিষ্ঠ। মাত্র ৬ (ছয়) বছর বয়সে কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত হওয়া। কবিতা আবৃত্তির পাশাপাশি হামদ-নাথ, উপস্থিত অভিনয়, একক অভিনয়, উপস্থিত বক্তৃতায় তার স্ব-প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাছাড়া বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানে সঞ্চালিকা হিসেবে দ্বায়িত্ব পালন করছেন বহু বছর। খুব ছোটবেলা থেকেই লেখালেখির হাতেখড়ি। বিভিন্ন অনলাইন পত্রিকায় নিয়মিত লিখে থাকেন। “মনের গহীনে প্রেম” তার প্রথম প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ, যা থেকে তিনি ‘কাব্য প্রেমি-২০২০’ সম্মাননা পান। পরবর্তীতে একে একে প্রকাশিত হয় যৌথ কাব্যগ্রন্থ “নীলাদ্রি কাব্য সম্ভার”, “হৃদয়ের কলতান”, “স্মৃতির ক্যানভাস”, “কাব্য বিলাপ” এবং ” আমার ধূসর স্মৃতিপটে তুমি’ই কবিতা” ।
বর্তমানে তিনি সমাজসেবা অধিদপ্তরে কর্মরত আছেন এবং পাশাপাশি ইংরেজি সাহিত্যে অনার্স করছেন।
২ Comments
চমৎকার লেখা, শুভ কামনা ভালোবাসা প্রিয় কবি-র জন্য।
very good job; congratulations