নতুন জামা
ডঃ নিতাই মাইতি
এবার পূজোয় একটা জামা
দাওনা এনে মা ,
এই আবদারটা শোনো আমার
ওগো দুর্গা মা ।
পিতা-মাতা কেউ তো নেই
পথের ধারেই থাকি ,
ভিক্ষা অন্নে বেঁচে আছি
ছিঁড়া জামায় লজ্জা ঢাকি ।
ভালো মন্দ পাইনা খেতে
পাইনি মায়ের ভালোবাসা,
তুমি আসছ শুনে এবার
মনে জেগেছে আশা ।
তুমি তো মা কওনা কথা
তাকিয়ে শুধু থাকো ,
কমিটির লোক দেখতে পেলে
বলে, এখান থেকে ভাগো ।
কত শিশু হাসছে খেলছে
নতুন জামা পরে ,
আমি কেবল তাকিয়ে থাকি
শুধু নয়নের জল ঝরে ।
কবি পরিচিতি:
জন্ম:
কবি গ্রাম্য পরিবেশে প্রকৃতির কোলে বড় হয়েছেন । কাঁথি শহর থেকে ২০ কিমি দূরে বহলিয়া গ্রামে তার বসবাস । তিনি ১৯৭২ সালের ৪ নভেম্বর এই পৃথিবীর আলো প্রথম দেখেছিলেন ।
পড়ালেখা:
প্রাইমারি স্কুলের গন্ডি পেরিয়ে বলাগেড়িয়া হাই স্কুল, এরপর বালিঘাই ফকির দাস হাই স্কুল ও পরে ঝাড়গ্রাম আই টি আই কলেজে পড়া সম্পূর্ণ করেন।
পেশাগত জীবন:
চাকরি জীবনে প্রথমেই একটি কোম্পানির চাকরিতে নিযুক্ত হন । কয়েক বছর পর কোম্পানিটি বন্ধ হয়ে যায় । বর্তমানে কাঁথি গিমাগেড়িয়া ওয়েলফেয়ার হাই মাদ্রাসায় বৃত্তিমূলক শাখায় শিক্ষকতার কাজে নিযুক্ত আছেন।
সাহিত্যচর্চা:
ছোটবেলা থেকেই তাঁর র লেখালেখি শুরু । তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ “কাশফুলের হাসি,” ও দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম “ভোরের আলো” ।
তাছাড়া অনেকগুলো পত্রিকায় তিনি নিয়মিত লিখেছেন। অনেক সম্মানে ও ভূষিত হয়েছেন। পাঠকদের শুভেচ্ছা ও আশীর্বাদে আরো কাব্যগ্রন্থ প্রকাশ করার ইচ্ছা আছে তাঁর। কবি সমস্ত পাঠকবর্গকে বলছেন: আপনারা সবাই ভালো থাকবেন ও সাহিত্য চর্চায় থাকবেন । বাংলা ভাষাকে শ্রেষ্ঠ ভাষার মর্যাদা দান করবেন ।